Friday, December 18, 2015

চলুন দেখে নেই নষ্ট মেমরী বা পেনড্রাইভ কিভাবে ফরমেট করা যায় ।



চলুন দেখে নেই নষ্ট মেমরী বা পেনড্রাইভ কিভাবে ফরমেট করা যায় ।
Add captionচলুন দেখে নেই নষ্ট মেমরী বা পেনড্রাইভ কিভাবে ফরমেট করা যায় ।

 চলুন দেখে নেই নষ্ট মেমরী বা পেনড্রাইভ কিভাবে ফরমেট করা যায় ।

কম্পিউটারে যে মেমরী বা পেনড্রাইভ সাধারন নিয়মে ফরমেট হয় না সেই মেমরীটি আমরা নিচের নিয়মে ফরমেট করতে পারবো ।


কম্পিউটারে মেমরী বা পেনড্রাইভ সংযোগ দিন , দেখুন সংযোগ পেয়েছে কিনা? এবার সাধারন নিয়মে ফরমেট করার চেষ্টা করুন । যদি ফরমেট না হয় বা হয়েও ফাইল ফিরে আসে তাহলে আপনি এখন এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন ।


কম্পিউটারে মেমরী বা পেনড্রাইভ সংযোগ থাকা অবস্থায় START+R বাটন চাপুন । RUN পেজ ওপেন হবে । RUN পেজে cmd লিখে এন্টার দিন cmd.exe পেজ ওপেন হবে ।

এবার সতর্কতার সাথে (যেন ভুল না হয়) diskpart লিখে এন্টার দিন

এখন list disk এন্টার দিন

এবার লক্ষকরুন পেজে কম্পিউটারে সংযোগরত সবগুলো Disk এর লিস্ট আসবে ।
এখন লিস্ট থেকে ফরমেট দেওয়ার disk খোজেঁন যে, select disk 1
 select disk 2
 select disk 3
কেনটিতে আছে । যদি ‍select disk 1 এ থাকে তাহলে select disk 1 লিখে এন্টার দিন ।

এখন clean লিখে এন্টর দিন ।

এখন create partition primary লিখে এন্টর দিন ।

এখন active লিখে এন্টর দিন ।

এখন select partition 1 লিখে এন্টর দিন ।

এখন format fs=fat32 লিখে এন্টর দিন
এখন ১০০ % কম্পিলিট হওয়ার জন্য অপেক্ষা করুন ।

 কম্পিলিট হয়ে গেলে exit লিখে এন্টার দিন ।
এবার
মেমরী বা পেনড্রাইভ ওপেন করুন ।
[বিদ্র: ৮০% সমস্যার সমাধান । যে মেমরী কম্পিউটারে সংযোগ পায় না, সে মেমরী নিয়ে কেউ চেষ্ট করবেন না । আপনার মতামত আমাদের কাছে শেয়ার করুন ]
ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

5 comments:

  1. পেস্টি পড়ে দেখুন আপনার কোন কাজে আসেকিনা ।

    ReplyDelete
  2. Replies
    1. আপনার মেমরী কম্পিউটারে সংযোগ দিলে কি দেখায় ?

      Delete